লিবিয়ায় আটক ১৩১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলো
আজ ভোরে আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা।
প্রথম নিউজ, অনলাইন: লিবিয়ার ত্রিপলীর ডিটেনশন সেন্টারে আটক ১৩১ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ ভোরে আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা এসব বাংলাদেশি অভিবাসীকে গ্রহণ করেন।
এসময় উপস্থিত কর্মকর্তারা ফিরে আসা প্রবাসীদের এ ধরনের অবৈধ অভিবাসনের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা পরিহারের আহ্বান জানান। এছাড়াও তারা অবৈধ অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য তাদেরকে তাদের ভয়াবহ অভিজ্ঞতা আত্মীয়স্বজন এবং পরিচিতজনদেরকে জানানোর অনুরোধ করেন।