কলেজছাত্রকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়

কলেজছাত্রকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার
কলেজছাত্রকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রথম নিউজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় এক কলেজছাত্রকে মারপিট ও বিবস্ত্র করে ভিডিও ধারণ ও মুক্তিপণের দাবির অভিযোগে ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে সংগঠনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেনের সই করা এক চিঠিতে তাকে সাময়িক বহিষ্কার করার কথা জানানো হয়। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হয়। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে সাময়িক বরখাস্ত করা হলো।'

এর আগে ছেলেকে অপহরণ করে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে আকিবসহ তালা উপজেলার ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী কলেজছাত্রের বাবা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom