কুমিল্লায় লিটন, বিপিএলে দল পেলেন মুশফিক-মাহমুদউল্লাহও
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফট সকাল গড়াতেই সরগরম হয়ে উঠে
প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফট সকাল গড়াতেই সরগরম হয়ে উঠে। রাজধানীর একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে এই ড্রাফটে প্রথম ধাপেই কুমিল্লা ডাক পেয়ে দলে টানল তারকা ব্যাটার লিটন দাসকে। এরপর সিলেট দলে নিয়েছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে টেনেছে মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
মোহাম্মদ মিঠুনকে নিয়েছে ঢাকা। রংপুর রাইডার্স দলে নিয়েছে শেখ মেহেদী হাসানকে। পরবর্তীতে ফরচুন বরিশাল দলে টানল জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। শেষে এসে খুলনা টাইগার্স যোগ করে মোহাম্মদ সাইফউদ্দিনকে।
বিপিএলের নবম আসর শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল আগেই। পর্দা উঠবে ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। এর আগে আজ বুধবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর অভিজাত এক হোটেলে বেলা সাড়ে ১২টা নাগাদ শুরু হয় এই ড্রাফট কার্যক্রম।
ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ে আসরের ৭ ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে ৭ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। ৭ ক্রিকেটারের মধ্যে যেখানে আছেন মাশরাফি বিন মর্তুজা (সিলেট), তামিম ইকবাল (খুলনা) সাকিব আল হাসান (বরিশাল), আফিফ হোসেন ধ্রুব (চট্টগ্রাম), নুরুল হাসান সোহান (রংপুর), মোস্তাফিজুর রহমান (কুমিল্লা), তাসকিন আহমেদের (ঢাকা) মতো ক্রিকেটার।
যদিও সরাসরি দল পাননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তারকা ব্যাটার লিটন দাস। তবে এই তিনজনই থাকছেন এবারের ড্রাফটে সবচেয়ে দামী 'এ' ক্যাটাগরিতে।
এই তিন ক্রিকেটারসহ আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৭ ক্যাটাগরিতে ২১৭ জন দেশী ক্রিকেটার রয়েছেন। একইসঙ্গে ৪০৫ জন রয়েছে বিদেশি ক্রিকেটার। এ থেকে জি ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য যথাক্রমে- ৮০ লাখ, ৫০ লাখ, ৩০ লাখ, ২০ লাখ, ১৫ লাখ, ১০ লাখ ও ৫ লাখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
news.google.com
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews
https://youtube.com/prothom