কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর থানার মদিনা সেন্টারের পাশের একটি বাসায় রিনা আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কামরাঙ্গীরচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচর থানার মদিনা সেন্টারের পাশের একটি বাসায় রিনা আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ মে) সকাল ১০টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।


রিনা আক্তারের ভাই আব্দুস সামাদ ঢাকা পোস্টকে বলেন, আমার বোনের আগের থেকেই সমস্যা ছিল। তার চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু তার এই সমস্যার সমাধান করতে পারিনি। গতকাল রাতে সবার অগোচরে নিজের রুমে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে। আজ সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমার বোন এই সমস্যায় ভুগছিলেন। তার স্বামী আহাদ টেইলার্সের কাজ করে। বর্তমানে আমার বোন কামরাঙ্গীরচর থানার ঢেকেরহাট শাহিনের বাসার পাঁচতলায় পরিবার নিয়ে থাকত। আমাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার চর বাসারকান্দি গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর। তিনি বলেন, রাতে খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। পরিবারে সাথে কথা বলে জানতে পেরেছি দীর্ঘদিন তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। সেই কারণে তিনি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।