স্টিল মিলের ভারী মালামাল মাথায় পড়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ থানার সোনারগাঁও মুনতাহার স্টিল মিলে কাজ করার সময় ওপর থেকে ভারী মালামাল মাথায় পড়ে মো. শাকিল (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন

স্টিল মিলের ভারী মালামাল মাথায় পড়ে শ্রমিক নিহত

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থানার সোনারগাঁও মুনতাহার স্টিল মিলে কাজ করার সময় ওপর থেকে ভারী মালামাল মাথায় পড়ে মো. শাকিল (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে বেলা সাড়ে ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাকিলের মামা তালেব জানান, শাকিল মুনতাহার স্টিল মিলে কাজ করেন। ক্রেন দিয়ে সরানোর সময় মালামাল মাথার ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায়। তার বাবার নাম দ্বীন ইসলাম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।