কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি
রবিবার বিকেলে কয়েকটি গাড়িতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় ফুরফুরা শরীফে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর বিধায়ক নৌশাদ সিদ্দিকি অবশেষে কেদ্রীয় নিরাপত্তা পেলেন। রবিবার বিকেল থেকে ফুরফুরা শরীফের এই পীরজাদার নিরাপত্তায় নিয়োজিত হয়েছে সাত কেন্দ্রীয় বাহিনী সদস্য। তবে, নৌশাদ এখনও জানেন না কোন ক্যাটেগরির নিরাপত্তা তাকে দেয়া হয়েছে। রবিবার বিকেলে কয়েকটি গাড়িতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছায় ফুরফুরা শরীফে।
নৌশাদ বলেন, তিনি ভাঙরের অশান্তির প্রেক্ষিতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে নিরাপত্তার আবেদন করেছিলেন। দু’পক্ষই নীরব থাকায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
হাইকোর্ট তার জন্য কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করে। সোমবার নৌশাদের নিরাপত্তার বিষয়টি আদালতে উঠবে। আইএসএফ বিধায়কের আশা, তখনই নিরাপত্তার খুঁটিনাটি জানতে পারবেন।