কেজিএফ খ্যাত অভিনেতা কৃষ্ণার মৃত্যুতে রাবিনার শোক

বলিউডের ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা কৃষ্ণা জি রাও আর নেই

কেজিএফ খ্যাত অভিনেতা কৃষ্ণার মৃত্যুতে রাবিনার শোক
কেজিএফ খ্যাত অভিনেতা কৃষ্ণার মৃত্যুতে রাবিনার শোক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউডের ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা কৃষ্ণা জি রাও আর নেই। তিনি বুধবার (৭ ডিসেম্বর) দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে মৃত্যুবরণ করেছেন। ‘ইন্ডিয়া টু ডে’র খবরে এ তথ্য জানা গেছে। তার মৃত্যুতে বলিউড তারাকা রাবিনা ট্যান্ডন শোক জানিয়েছেন। তিনি মৃত্যুর খবর শুনে টুইট করে শোক প্রকাশ করে কৃষ্ণা জি রাওয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

অন্যদিকে কেজিএফের প্রযোজনা সংস্থাও কৃষ্ণার মৃত্যুর খবর নিশ্চিত করে টুইট দিয়েছে। টুইটারে তারা সমবেদনা প্রকাশ করেছে। কৃষ্ণা কেজিএফ সিনেমায় দৃষ্টিপ্রতিবন্ধী চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন।

জানা গেছে, কৃষ্ণা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তাকে চিকিৎসার জন্য বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। ফুসফুসে সংক্রমণের কারণে কৃষ্ণাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom