কখনই বার্সেলোনার দায়িত্ব নেবেন না রিয়াল কোচ আনচেলত্তি
এবার রামোসের সুরে গলা মেলালেন রিয়ালের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ‘আমি কখনও বার্সেলোনার হয়ে খেলব না। কিছু বিষয় থাকে, যেগুলো টাকা দিয়ে কেনা অসম্ভব।’- ২০২১ সালে রিয়াল মাদ্রিদে থাকাকালে কথাগুলো বলেছিলেন সার্জিও রামোস। মাদ্রিদিস্তা সবারই হয়তো একই মত। এবার রামোসের সুরে গলা মেলালেন রিয়ালের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিলের দায়িত্ব ছাড়েন তিতে। পূর্ণ মেয়াদে এখনও নতুন কোচ নিয়োগ দেয়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সম্ভাব্য কোচের তালিকায় রয়েছে কার্লো আনচেলত্তির নাম। ইতালিয়ান কোচ নিজেও স্বীকার করেছেন সিবিএফ কর্তৃক প্রস্তাব পাওয়ার কথা। যদি বার্সেলোনার কাছ থেকে অফার পান আনচেলত্তি? রিয়াল বস জানালেন, ন্যু-ক্যাম্পে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তার। আনচেলত্তি বলেন, ‘আমার পক্ষে বার্সেলোনার কোচ হওয়া অসম্ভব। আমি জাভির সঙ্গে নিজেকে অদলবদল করতে পারি না।’
বার্সা ও জাভির জন্য আমার যথেষ্ট সম্মান আছে। কিন্তু আমি একটা জায়গায় আছি, যেখানে মানুষ আমাকে অনেক ভালোবাসে।’ দিন দুয়েক আগে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে ব্লাউগ্রানাদের ৪-০ গোলে হারিয়ে দুই লেগ মিলে ৪-১ ব্যবধানের অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে রিয়াল। চ্যাম্পিয়নস লীগ শিরোপা ধরে থাকার লড়াইয়ে থাকা লস ব্লাঙ্কোরা লা লিগায় বার্সেলোনার চেয়ে বেশ পিছিয়ে। ১২ পয়েন্টে পিছিয়ে থাকলেও লীগ শিরোপার স্বপ্ন দেখা বন্ধ করছেন না আনচেলত্তি। তিনি বলেন, ‘আমরা মৌসুমটা ভালোভাবে শেষ করতে চাই। লা লিগায় আমরা সুবিধাজনক অবস্থানে নেই, কারণ বার্সেলোনা খুব ভালো করছে।’ আনচেলত্তি বলেন, ‘আমরা মনে করি, লীগে এখনও আমাদের সুযোগ আছে। যতক্ষণ না আমরা কাগজে-কলমে হেরে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব। আমরা শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়ব।’