ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪৯৮ রান করে নতুন এ রেকর্ড গড়ে ইয়োইন মরগানের নেতৃত্বধীন ইংল্যান্ড দল।

ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড
ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো ইংল্যান্ড

প্রথম নিউজ, ডেস্ক : এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে ইংল্যান্ড দল। তিন ব্যাটারের সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার আমস্টেলভিনে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪৯৮ রান করে নতুন এ রেকর্ড গড়ে ইয়োইন মরগানের নেতৃত্বধীন ইংল্যান্ড দল।অবশ্য এর আগের রেকর্ডটিও ছিল তাদের দখলেই। ২০১৮ সালে নিজ মাঠ ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রান করে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটি করেছিলেন ইংলিশরা। শুক্রবারের ম্যাচে জস বাটলার মাত্র ৪৭ বলে সেঞ্চুরি তুলে শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত থাকেন। তিনি ছাড়াও সেঞ্চুরি করেছেন ফিল সল্ট ও ডেভিড মালান।

এ ছাড়া ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন ১৭ বলে হাফ সেঞ্চুরি করেছেন ছয় নম্বরে ব্যাট করতে নামা লিয়াম লিভিংস্টোন। সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরিতে যৌথভাবে বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় স্থানে আছেন লিভিংস্টোন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom