ঐক্য গড়তে বিএনপিসহ ছাত্র সমন্বয়কদের চা-চক্রের আমন্ত্রণ মান্না’র
প্রথম নিউজ, অনলাইন: গণতন্ত্র উত্তরণে ন্যূনতম ঐক্য গড়ে তুলতে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, নাগরিক কমিটি, সিভিল সোসাইটি এবং ছাত্র সমন্বয়কদের চা-চক্রের জন্য আমন্ত্রণ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার রাজধানীর তোপখানা রোডস্থ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আমন্ত্রণ জানান।
মাহমুদুর রহমান মান্না বলেন, মিশরে এতো বড় অভ্যুত্থান অনৈক্যের কারণে নষ্ট হয়ে গেছে। আবার তিউনিসিয়ায় মতপার্থক্য থাকা সত্ত্বেও সবার চেষ্টায় সেখানে রেভলুশন টিকে গেছে। এজন্য ইউনিটি অব ডাইভার্সিটি থাকা দরকার। গণতন্ত্র উত্তরণে ন্যূনতম ঐক্যবদ্ধ লাগবে। সবাই যদি বুঝে, তবে প্রয়োজনটা বুঝবে- এটা মনোমালিন্য দূর করে উপলব্ধি করার বিষয়। বিতর্কের বিষয় নয়, মুখ দেখাদেখি বন্ধ হলে, ভোটের পরিস্থিতি বদলে কি হতে পারে- সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, নাগরিক কমিটি, সিভিল সোসাইটি, ছাত্র সমন্বয়ক যারা মনে করেন এমন ঐক্য লাগবে, তাদের চা-চক্রের আমন্ত্রণ জানাচ্ছি।
তিনি বলেন, ড. ইউনূস (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) বলেছেন, ‘যতদূর সংস্কার করা দরকার ততটুকু করবেন। কোন সংস্কার তিনি চাপিয়ে দেবেন না’। হ্যাঁ এটাই করা উচিত। রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাব দিয়েছে, সেগুলোর কমন প্রস্তাবসমূহ সংস্কার করে একটি নির্বাচন করা। সম্প্রতি রাজনৈতিক দল এবং শিক্ষার্থীরা যারা নতুন দল গঠন করতে যাচ্ছে, তাদের মধ্যে একটা টানাপোড়েন চলছে।
এ প্রসঙ্গে মান্না বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসা দরকার। কারণ আমরা লক্ষ্য করছি, পরাজিত শক্তি এবং তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং আমাদের মধ্যে বিভাজন ও অনৈক্য তাদের সুযোগ করে দিচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দিপু, অর্থ সম্পাদক শাহনাজ হক রানু, দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ, কেন্দ্রীয় সদস্য রাজ্জাক সজীব, গোলাম মোস্তফা ব্যানার্জী, আজিজ চৌধুরী প্রমুখ।