এশিয়া কাপ হতে পারে শ্রীলঙ্কায়
আগামী ২রা সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপ, যার আয়োজক পাকিস্তান।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: এক দশক হয়ে গেছে রাজনৈতিক বৈরী সম্পর্কের জন্য ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ হয় না। দুই দল সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলে ২০১২-১৩ মৌসুমে। এরপর নিরপেক্ষ ভেন্যুতে একাধিক দলের টুর্নামেন্ট ছাড়া দুই প্রতিবেশী কখনো ক্রিকেট মাঠে মুখোমুখি হয়নি। আগামী ২রা সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপ, যার আয়োজক পাকিস্তান। কিন্তু গত সেপ্টেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত জানিয়ে দেয়, পাকিস্তানে খেলবে না। পাকিস্তান এরপর বিকল্প প্রস্তাব দেয়, এশিয়া কাপে ভারত নিজেদের ম্যাচগুলো আরব আমিরাতে খেলুক, পিসিবির ভাষায় যা এশিয়া কাপের ‘হাইব্রিড মডেল।’ তবে পাকিস্তানের এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা। দুই দেশই জানিয়েছে সংযুুক্ত আরব আমিরাতে খেলা হলে অংশ নিবে না এশিয়া কাপে।
বিসিবি এর কারণ হিসেবে জানিয়েছে আরব আমিরাতে সেই সময় প্রচণ্ড গরম থাকবে ওয়ানডে বিশ^কাপের আগে খেললে দলের ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশও এশিয়া কাপ আয়োজন করবে না। তাহলে শেষ পর্যন্ত এই আসরের পরিনতি কী হতে পারে! এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন শেষ পর্যন্ত হয়তো পাকিস্তান এশিয়কাপের ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেই বেছে নিতে পারে। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত এসিসি থেকে আমাদের জানানো হয়নি। তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে।
আর সিঙ্গেল দেশ হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে আর খেলা হবে ওয়ানডে, টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব না।’