এবার সাবমেরিন থেকে মিসাইল পরীক্ষা চালালো উ. কোরিয়া

সাবমেরিনের সংখ্যায় দেশটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর কাছাকাছি রয়েছে।

এবার সাবমেরিন থেকে মিসাইল পরীক্ষা চালালো উ. কোরিয়া
এবার সাবমেরিন থেকে মিসাইল পরীক্ষা চালালো উ. কোরিয়া

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: এবার সাবমেরিন থেকে মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সাবমেরিনের সংখ্যায় দেশটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর কাছাকাছি রয়েছে। এখন এই সাবমেরিন থেকে শত্রুর টার্গেটে হামলা নির্ভুল হামলার পরীক্ষা চালালো দেশটি। ইতিহাসের সবথেকে বড় সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। তার আগেই কড়া বার্তা দিতে সাবমেরিন থেকে মিসাইল ছুড়লো পিয়ংইয়ং। 

আল-জাজিরা জানিয়েছে, সোমবার ওই পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। মিসাইলটি প্রায় ২ ঘণ্টা আকাশে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার পুতুল বাহিনীর মধ্যেকার সামরিক মহড়ার প্রতিক্রিয়া। উত্তর কোরিয়া ইঙ্গিত দিয়েছে, এরপর পরমাণু ওয়ারহেড দিয়ে ক্রুজ মিসাইলগুলোর পরীক্ষা চালানো হবে। 

পিয়ংইয়ং মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক মহড়াকে নিজের ওপর যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখে। দেশটি নিজের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আত্মরক্ষামূলক বলে দাবি করে আসছে। সোমবার দুইটি রকেট সফলভাবে সাবমেরিন থেকে ছোঁড়া হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: