এবার বোল্ড ইয়াসির, ৫ রানেই ২ উইকেট নেই বাংলাদেশের

চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছে বাংলাদেশ

 এবার বোল্ড ইয়াসির, ৫ রানেই ২ উইকেট নেই বাংলাদেশের
 এবার বোল্ড ইয়াসির, ৫ রানেই ২ উইকেট নেই বাংলাদেশের-প্রথম নিউজ

প্রথম  নিউজ, ডেস্ক : চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছে বাংলাদেশ। ৫ রান তুলতে হারিয়েছে ২ উইকেট।

মোহাম্মদ সিরাজের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত (০)। তিন নম্বরে সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। ৪ রান করেন তিনি।

উমেশ যাদবের ১৩৯ গতির ডেলিভারিটি শরীরের বাইরে খেলতে গিয়ে ইনসাইডেজ হয়ে বোল্ড হয়েছেন ইয়াসির। উড়ে যায় তার লেগ স্টাম্প।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬ রান। জাকির হাসান ১ আর লিটন দাস শূন্য রানে অপরাজিত আছেন।

এর আগে সেট ব্যাটার শ্রেয়াস আয়ারকে সকাল সকাল তুলে নিয়ে বেশ স্বস্তিতেই ছিল বাংলাদেশ। কিন্তু অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব ৩৩.৩ ওভার খেলে গড়েন ৮৭ রানের বড় এক জুটি।

তাদের এই জুটিতে ভর করেই প্রথম ইনিংসে ৪০৪ রানের সংগ্রহ গড়েছে ভারত। মিরাজকে ছক্কা মেরে দলকে চারশ পার করে দেন উমেশ যাদব।

৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে ভারত। স্বীকৃত ব্যাটারদের মধ্যে ছিলেন কেবল শ্রেয়াস আইয়ার। সকাল সকাল সেই কাঁটা উপড়ে নেন এবাদত হোসেন। ১৯২ বলে ১০ বাউন্ডারিতে ৮৬ রান করেন আইয়ার।

২৯৩ রানে ভারত হারায় ৭ উইকেট। মনে হচ্ছিল, তিনশোর আশেপাশেই অলআউট হয়ে যাবে সফরকারিরা। কিন্তু লোয়াার অর্ডারের রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব সেই হিসেব বদলে দেন। ২০০ বল খেলে তারা গড়ে ফেলেন ৮৭ রানের গুরুত্বপূর্ণ এক জুটি।

অবশেষে এই জুটিটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। টাইগার অফস্পিনারকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন অশ্বিন, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান সহজেই ভেঙে দেন স্টাম্প। ১১৩ বলে ২টি করে চার-ছক্কায় অশ্বিনের ইনিংসটি ছিল ৫৮ রানের।

অশ্বিন আউট হওয়ার পর অবশ্য কুলদ্বীপও বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারেই তাইজুল এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাকে (৪০)। ১৩৩.৫ ওভারে ভারত অলআউট হয় ৪০৪ রানে।

বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৪টি করে উইকেট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom