এবার তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা প্রকাশ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিমারা ইউক্রেনের কাছে অস্ত্রের চালান পাঠালে রাশিয়া সেখানে হামলা করার অধিকার রাখে

এবার তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা প্রকাশ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
এবার তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা প্রকাশ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রথম নিউজ, ডেস্ক: ইউক্রেনকে আরো বেশি সামরিক সাহায্য দেয়ার প্রশ্নে ন্যাটো জোট এবং তাদের মিত্র ৪০টি দেশের মন্ত্রীরা যখন জার্মানিতে এক বৈঠকে বসেছেন, তখন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমারা ইউক্রেনের কাছে অস্ত্রের চালান পাঠালে রাশিয়া সেখানে হামলা করার অধিকার রাখে। এ সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ন্যাটোর বিরুদ্ধে সরাসরি এমন একটা অভিযোগ তুলেছেন যে ন্যাটো সামরিক জোট রাশিয়ার বিরুদ্ধে একটা প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ শুরু করেছে।

উল্লেখ্য, তৃতীয় বিশ্বযুদ্ধের এরকম এক আশঙ্কার কথা প্রথম শোনা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে। ইউক্রেনের ওপর একটি নো ফ্লাই জোন আরোপের জন্য যখন ন্যাটোর ওপর চাপ দেয়া হচ্ছিল, তখন সেটা নাকচ করে দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, এটা করতে গেলে যুক্তরাষ্ট্র আর রাশিয়াকে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে হবে, আর তার মানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ।

এখন ওই একই আশঙ্কার কথা শোনা যাচ্ছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখে, যখন ন্যাটো ইউক্রেনে তাদের অস্ত্রের চালান আরো বাড়াচ্ছে।

সূত্র : বিবিসি

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom