ঋত্বিকা সেন হাসপাতালে

বেশ কিছুদিন আগে বেলগাছিয়া রাজবাড়িতে শ্যুট ছিল তাঁর। সঙ্গে নানা রকমের শো। বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছিলেন না।

ঋত্বিকা সেন হাসপাতালে
অসুস্থ ঋত্বিকা সেন, বুকে ব্যথা, শ্বাসকষ্ট কমাতে হাসপাতালে গেলেন নায়িকা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ভাল রকম ভুগে উঠলেন ঋত্বিকা সেন। অপর্ণা সেনের ‘আরশিনগর’ ছবিতে দেবের বিপরীতে প্রথম অভিনয় তাঁর। সম্প্রতি, ঋতুপরিবর্তন, দূষণ— দুইয়ের সাড়াশি আক্রমণে কাবু তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ। কিন্তু কাজের চাপে পাত্তা দিচ্ছিলেন না। আচমকাই গলার স্বর বন্ধ হয়ে যায়। সঙ্গে কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তির মতো উপসর্গ। ক্রমশ শরীর খারাপ হতেই হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেন তিনি। নানা পরীক্ষার পরে জানতে পারেন, তাঁর গলায় সংক্রমণ।  এখন কেমন আছেন ‘বরবাদ’ ছবির নায়িকা? জানতে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন।

এখনও সম্পূর্ণ সুস্থ হননি তিনি। বললেন, ‘‘আগের তুলনায় অনেকটাই ভাল আছি। দিন কয়েক আগে গলার স্বর বন্ধ হয়ে গিয়েছিল। কথা বলতে পারছিলাম না। প্রচণ্ড কাশি ছিল। সঙ্গে শ্বাসকষ্ট, ক্লান্তি, বুকে ব্যথা। বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে। সেখানেই নেবুলাইজার দেওয়া হয়। তাতে কষ্ট অনেকটাই কমেছে।’’ যদিও এখনও কথা বলতে কষ্ট হচ্ছে তাঁর। কাশি পুরোপুরি কমেনি।

বেশ কিছুদিন আগে বেলগাছিয়া রাজবাড়িতে শ্যুট ছিল তাঁর। সঙ্গে নানা রকমের শো। বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছিলেন না। এবং নায়িকার মতে, তাঁর প্রায়ই ঠান্ডা লাগে। ঋতুবদলের সময় ঘরে ঘরে সর্দি-কাশি, গলাব্যথা। ঋত্বিকাও সেরকমই ভেবেছিলেন। তাই শুরুতে পাত্তা দেননি। এতেই আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। এখন চিকিৎসক কী বলছেন? নায়িকার কথায়, ‘‘কিছু ওষুধ দিয়েছেন। তাঁদের নির্দেশ মেনে চলতে হচ্ছে। আগে গলার স্বর শোনা যাচ্ছিল না। কথাও বলতে পারছিলাম না। এখন অনেকটাই স্বাভাবিক। আশা, আর চার-পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব।’’  আজকাল