ঈদ যাত্রায় বৃষ্টি আর যানজটে চরম ভোগান্তি

বুধবার ভোররাত ৪টা থেকে মহাসড়‌কের বাঐখোলা থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত ১৫ কিলোমিটার এবং রাবনা বাইপাস হ‌তে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

ঈদ যাত্রায় বৃষ্টি আর যানজটে চরম ভোগান্তি

প্রথম নিউজ, অনলাইন: ঈদ যাত্রার শেষ দিনে বৃষ্টি আর যানজটে চরম ভোগান্তি দেখা দিয়েছে। রাজধানীতে সকাল থেকে বৃষ্টি হওয়ায় ঈদের ঘরমুখো যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি মহাসড়কে বিভিন্নস্থানে দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে দীর্ঘ সময়। ঢাকা-টাঙ্গ‌াইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের ৩০ কিলোমিটার এলাকায় যানজ‌টের সৃষ্টি হয়েছে। বুধবার ভোররাত ৪টা থেকে মহাসড়‌কের বাঐখোলা থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত ১৫ কিলোমিটার এবং রাবনা বাইপাস হ‌তে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুর উপর একটি পিকআপ বিকল হয়। পিকআপটি সরাতে এক ঘণ্টারও বেশি সময় লাগে। এতে ভোররাত সোয়া ৪টা থেকে ৪টা ৫৩ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এর আগেও কয়েক দফা টোল আদায় বন্ধ রাখা হয়। আর এতেই মহাসড়‌কে যানজট শুরু হয়।

টাঙ্গাইলগামী একজন যাত্রী বলেন, রাতে গা‌ড়ি‌তে উঠে‌ছি, কোনাবা‌ড়ি থে‌কে এখন সকাল ৭টায় এলেঙ্গা পার হতে পারিনি। সিরাজগঞ্জের একজন যাত্রী জানান মঙ্গলবার সন্ধ্যায় রওনা দিয়ে সকালেও তিনি সেতু পার হতে পারেননি।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি জাহিদ হাসান বলেন, সেতুর উপর ও মহাসড়কে দুর্ঘটনার কারণে যানজট শুরু হয়। আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

ওদিকে সকাল থেকে বৃষ্টি হওয়ায়  ঢাকায় ঘরমুখো যাত্রীরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। বাসা থেকে বরর হয়ে অনেক কোনো যানবাহন পাচ্ছেন না স্টেশন বা টার্মিনালে যেতে। মহাসড়কে যানজট থাকায় টার্মিনালে বাস আসতে দেরি করছে।