বর্তমান শাসকগোষ্ঠীর নিপীড়ন সকল রেকর্ড ভঙ্গ করেছে : সাইফুল ইসলাম 

বর্তমান শাসকগোষ্ঠীর নিপীড়ন সকল রেকর্ড ভঙ্গ করেছে : সাইফুল ইসলাম 

প্রথম নিউজ, ঢাকা:বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, জনগণের প্রতি বর্তমান শাসকগোষ্ঠীর নিপীড়ন সকল রেকর্ড ভঙ্গ করেছে। এরা জাতিকে শোষণ করে দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা বানিয়ে ফেলেছে। দেশে আজ অঘোষিত রাজতন্ত্র চলছে। একটি পরিবারের কাছে দেশের ১৮ কোটি মানুষ আজ অসহায়। অত্যাচারিত শাসক হিসেবে আওয়ামী লীগের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে চকবাজার থানার সমন্বয় প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, অতীত ইতিহাস বলে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। আওয়ামী লীগ কখনও সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে না। তাই ভোট ডাকাতি ক্ষমতায় এসে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার বন্দোবস্ত করার অপচেষ্টা করে। কিন্তু গণতন্ত্রকামী জনগণের প্রতিরোধের মুখে আর টিকতে পারে না। এবারও পারবে না। 

মোশারফ হোসেন খোকনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব নেওয়াজ মাহমুদ নিলয়, যুবদল দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি সাইদ হাসান মিন্টু, মহানগর বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাবুল, চকবাজার থানা বিএনপির সাবেক সহ সভাপতি হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক রাসেল প্রমুখ।