ইসরাইলি হামলায় পশ্চিমতীরে ২ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি সেনাদের বর্বর হামলায় অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ফিলিস্তিনের দুই তরুণ নিহত হয়েছেন

ইসরাইলি হামলায় পশ্চিমতীরে ২ ফিলিস্তিনি নিহত

প্রথম  নিউজ, ডেস্ক : ইসরাইলি সেনাদের বর্বর হামলায় অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে ফিলিস্তিনের দুই তরুণ নিহত হয়েছেন।

ইহুদিবাদী সেনাদের হামলায় আরও তিন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। খবর আলজাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোরে চালানো ওই হামলায় নিহত দুই তরুণের নাম মোহাম্মাদ সামের হোশিয়েহ (২২) এবং ফুয়াদ মাহমুদ আহমদ আবেদ (২৫)।

তাদের মধ্যে ফুয়াদ আবেদের তলপেট ও উরুতে ইসরাইলি সেনারা গুলি করেন। ইহুদিবাদী সেনারা আহমাদ আয়মান আবেদ এবং আব্দুর রহমান হানি আবেদের বাড়ি উচ্ছেদ করতে গেলে সংঘর্ষ শুরু হলে ফুয়াদ আবেদ নিহত হন।

ইহুদিবাদী সেনাদের অভিযোগ— আয়মান আবেদ ও হানি আবেদ সম্প্রতি আল-জালামা চেকপয়েন্টের কাছে গুলি করে এক ইসরাইলি সেনা অফিসারকে হত্যা করেন। এ জন্য ইসরাইলি সেনারা তাদের ঘরবাড়ি উচ্ছেদ করতে যায়।

২০২২ সাল এ পর্যন্ত ইহুদবাদীদের হাতে ২২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু জেনিন শহরেই প্রাণ হারিয়েছেন ৫৯ জন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom