ইসরাইলে নয়া কোভিড ভ্যারিয়েন্ট, নজর বিশ্ব স্বাস্থ্য সংস্থার

তিন বছর পার করে অতিমারী প্রায় শেষের পথে। তেমনটাই ধারণা বিশেষজ্ঞদের। এর মধ্যে নতুন ভ্যারিয়েন্টের আগমনে হতবাক বিজ্ঞানীমহল।

ইসরাইলে নয়া কোভিড ভ্যারিয়েন্ট, নজর বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ইসরাইলে নয়া কোভিড ভ্যারিয়েন্ট, নজর বিশ্ব স্বাস্থ্য সংস্থার

প্রথম নিউজ, অনলাইন ডেস্কফের করোনার নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব ঘটল। এবার ইসরাইলে। তিন বছর পার করে অতিমারী প্রায় শেষের পথে। তেমনটাই ধারণা বিশেষজ্ঞদের। এর মধ্যে নতুন ভ্যারিয়েন্টের আগমনে হতবাক বিজ্ঞানীমহল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এক দম্পতি বিদেশ সফর সেরে ইসরাইলে ফেরার পরে তাদের আরটি-পিসিআর পরীক্ষা হয়েছিল। তাতেই সংক্রমণ ধরা পড়ে। পরীক্ষায় দেখা গেছে কোভিডের নতুন ভ্যারিয়েন্টটি বিএ.১ বা ওমিক্রন এবং বিএ.২ (ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট)-এর মিশ্রণ। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের জ্বর, মাথার যন্ত্রণা, গায়ে ব্যথা রয়েছে। তবে কোনো কিছুই তেমন বাড়াবাড়ি রকমের নয়। জটিল চিকিৎসারও প্রয়োজন নেই। সন্দেহ করা হচ্ছে, ওই দম্পতি তাদের সন্তানের থেকে সংক্রমিত হয়েছেন।

ইসরাইলের কোভিড বিশেষজ্ঞ সলমন জারকা জানান, দু’টি করোনা ভ্যারিয়েন্টের মিশ্রণ পরিচিত ঘটনা। একে অন্যের সংস্পর্শে এলে ভাইরাসের ভ্যারিয়েন্টগুলো এই চেষ্টাই করে। গত মাসে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মাস্ক পরার নিয়ম প্রত্যাহার করেছে। তার পরেই এই ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওমিক্রনের ক্রমাগত জেনেটিক বিবর্তন সম্পর্কে তারা অবগত। বিষয়টিকে নজরে রাখছে তারা। তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, তারা অতিমারীর বর্তমান পরিস্থিতি ও সক্রিয় ভেরিয়েন্টগুলো সম্পর্কে জানাতে থাকবে।
সূত্র : আনন্দবাজার

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: