ইবি শিক্ষার্থীকে স্থানীয়দের মারধর, মহাসড়ক অবরোধ
সোমবার সন্ধ্যার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে মারধেরের ঘটনাটি ঘটে।
প্রথম নিউজ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে মারধেরের ঘটনাটি ঘটে। এতে জড়িতদের বিচারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট বিভাগের ১৮-১৯ <1819> শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মেদ হাসান জিসাদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুপ্ত হাসান। অভিযুক্ত আকাশের বাসা ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে।
জানা যায়, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় লেকে ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের ভিডিও ধারণ করে আকাশ ও তার বন্ধুরা। এ সময় জিসাদ ও সুপ্ত তাকে ভিডিও ডিলিট করতে বললে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আকাশ জিসাদদের পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায় তারা ভুক্তভোগীরা জানান, এ ঘটনার পরে জিসাদ ও সুপ্ত শেখপাড়া বাজারে গেলে তাদের ওপর অতর্কিত হামলা করে আকাশ ও তার সহযোগীরা। এ সময় তাদের রাস্তায় ফেলে মারধর করেন আকাশরা। পরে সেখান থেকে পালিয়ে ইবি থানায় এসে অভিযোগ করেন জিসাদ ও সুপ্ত।
সন্ধ্যায় আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী জিহাদ আব্দুল্লাহ বলেন, দুপুরে হুমকি দিয়ে পরে পরিকল্পনা করে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তারা। এই ঘটনার সাথে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: