ইন্ডিয়া জোটের চেয়ারপারসন হচ্ছেন সোনিয়া গান্ধী, আহ্বায়ক নীতিশ কুমার

ইন্ডিয়া জোটের চেয়ারপারসন হচ্ছেন সোনিয়া গান্ধী, আহ্বায়ক নীতিশ কুমার

প্রথম নিউজ, কলকাতা: লোকসভা নির্বাচনের জন্য গঠিত বিরোধীদের জোট ইন্ডিয়ার চেয়ারপারসন হচ্ছেন সোনিয়া গান্ধী এবং এই জোটের কনভেনর নির্বাচন করা হচ্ছে জনতা দল ইউনাইটেড-এর নীতিশ কুমাকে। মুম্বাইয়ে ৩১ আগস্ট এবং পয়লা সেপ্টেম্বরের দুদিনব্যাপী বৈঠকে এই সিদ্ধান্তগুলি চূড়ান্ত হতে পারে। স্বাস্থ্যের কারণে সোনিয়া যদি একান্তই এই দায়িত্ব নিতে অপারগ হন, সেক্ষেত্রে তার মনোনীত কাউকে এই দায়িত্ব দেয়া হবে।

তবে, ইন্ডিয়া জোটের সব শরিকদের আশা ইউপিএর চেয়ারপারসনের দায়িত্ব সামলানো সোনিয়া গান্ধী রাজি হবেন এই জোটেরও চেয়ারপারসন হতে। নীতিশ কুমার যেহেতু এই জোটের সলতে পাকানোর কাজটি করেছিলেন তাই তাকেই এই জোটের আহ্বায়ক করা হচ্ছে।

উল্লেখযোগ্য, এই জোট গঠনের আগে নীতিশ তার ডেপুটি আর জে ডির তেজস্বি যাদবকে নিয়ে দেখা করেছিলেন কলকাতার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে। এই ঘটনার পরেই দিল্লির আপ-এর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কলকাতায় আসেন মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। মমতার অনুরোধেই কেজরিওয়াল এই জোটে সামিল হন। মুম্বাই বৈঠকে মমতা বন্দোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।