আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়লো এক মাস
প্রথম নিউজ, অর্থনৈতিক ডেস্ক : আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা ১ মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে এ তথ্য জানান। বিভিন্ন মহল থেকে সময়সীমা বাড়ানোর দাবি ওঠায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান এনবিআর কর্মকর্তারা। এর আগে এনবিআর চেয়ারম্যানের কাছে এ বিষয়ে একটি চিঠি দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই। সম্প্রতি অর্থনৈতিক মন্দার কারণে অনেকেই আয়কর জমা দিতে পারছে না উল্লেখ করে এর মেয়াদ বাড়ানোর আবেদন জানায় সংগঠনটি। করদাতাদের সেবা গ্রহণ ও রিটার্ন দাখিলের সুবিধার্থে গত ১লা নভেম্বর থেকে শুরু হয় করসেবা মাস। সেদিন থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত এনবিআরে জরিমানা ছাড়াই আয় ও সম্পদের বিবরণী জমা দেয়ার নির্ধারিত সময় ছিল।
এনবিআর সূত্র জানায়, গত ১লা জুলাই থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত ২০ লাখের বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। বর্তমানে দেশে ৮২ লাখের বেশি নিবন্ধিত করদাতা আছেন। এনবিআরের আশা, আয়কর জমা দেয়ার সংখ্যা বাড়বে। কারণ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ নেওয়াসহ ৩৮টি সেবা নিতে এখন আয়কর রিটার্নের প্রমাণপত্র জমা দেয়া বাধ্যতামূলক।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews