আসছে জয়া আহসানের নতুন সিনেমা

আসছে জয়া আহসানের নতুন সিনেমা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ‌জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নঁকশি কাথার জমিন’। সেই সিনেমায় আকরাম খান পরিচালিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছিল। সিনেমাটিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জয়া। ব্যবসায়িকভাবে সফলতা না পেলেও সিনেমার গল্প, নির্মাণ এবং জয়া আহসানের অভিনয় সবার হৃদয় কেড়েছে। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসানের নতুন সিনেমা। দুই নারী, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমাটি নির্মাণের পাঁচ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। করোনা মহামারির সময়ে এর শুটিং শুরু হয়েছিল। মাত্র ১৫ দিনেই নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ অভিনেত্রী মহসিনা আক্তার। 
গত ২৭ এপ্রিল জয়া আহসান সিনেমার একটি মোশন পিকচার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘কিছু গল্পের মুহূর্ত খুঁজে পেতে সময় লাগে। এমন একসময়ে চিত্রায়িত, যখন পৃথিবী স্থবির ছিল, আমাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’ নীরবে অপেক্ষা করছিল। পাঁচ বছর পর এটি অবশেষে আপনার সামনে আসতে প্রস্তুত। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি দুই নারীর গল্প যারা নিজেদের ক্ষতি, বন্ধুত্ব এবং নারীত্বের গল্পে আবদ্ধ। শিগগিরই আসছে।’
সিনেমা নিয়ে জয়া আহসান আগেই বলেছিলেন, ‘জয়া আর শারমিন দুজন নারীর অচেনা ভুবনের গল্প এটি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত, অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি, কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।’ 
সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি। এতে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি-তে সিনেমা। জানা গেছে, শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।