আ.লীগ নেতা রিটনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ভুক্তভোগীরা বলেন, চাকরির কথা বলে টাকা নিলেও চাকরি তো দেয়নি। টাকাও ফেরত দিচ্ছে না।
প্রথম নিউজ, ঢাকা: মাদক ও অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ বেলাবো উপজেলা আওয়ামী লীগ সভাপতি রিটনের বিরুদ্ধে। তার এমন কর্মকাণ্ডে বিব্রত দলের নেতাকর্মীরা।
মরহুম বাবা শমসের আলী ভূঁইয়ার হাত ধরেই আওয়ামী লীগের রাজনীতিতে আসেন শমসের জামান ভুইয়া রিটন। ২০১৬ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন।
জয় পেয়েই প্রভাব বিস্তার ও দলীয় পদ ব্যবহার করে নেতাকর্মীদের হুমকি, চাকরি দেওয়ার আশ্বাসে টাকা আত্মসাত ও নারী-মাদকসহ নানা অপকর্মে জড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ভুক্তভোগীরা বলেন, চাকরির কথা বলে টাকা নিলেও চাকরি তো দেয়নি। টাকাও ফেরত দিচ্ছে না। তিনি দুই ভাইস চেয়ারম্যানের সম্মানি ভাতা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান পদ থেকে বহিস্কার হয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, যত ধরনের অপকর্ম আছে তিনি সবই করেন। তার এমন কর্মকাণ্ডের কারণে এলাকায় কোন উন্নয়ন হচ্ছে না।
এসব অভিযোগ অস্বীকার করে সমশের জামান ভুইয়া রিটন বলেন, আমি যদি টাকা আত্মসাত করে থাকি অবশ্যই আমার বিচার হবে। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার কোন প্রমাণ নেই। এগুলো সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। দলের শৃঙ্খলা ভঙ্গের মত কোন কাজ করলে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের ৬১ সদস্যের কমিটির ৪০ সদস্য তার অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: