আ’লীগ নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা : ৫ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ার ভেড়ামারার আওয়ামী লীগ নেতা মেহেরুল ইসলাম ও কলেজশিক্ষক মোহনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রথম নিউজ,কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারার আওয়ামী লীগ নেতা মেহেরুল ইসলাম ও কলেজশিক্ষক মোহনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাদের ২০ হাজার টাকা জরিমানা আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়। রোববার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়ার আড়ুয়াপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে নিপু ওরফে কামাল রেজা, আড়ুয়াপাড়া এসবি রোডের আব্দুর রশিদের ছেলে সিরাজুল ইসলাম, ইদ্রিস আলীর ছেলে তারিক প্রামানিক, ইয়াকুব আলী সড়কের নবির আলীর ছেলে রায়হান আলী, সদর উপজেলার কাঞ্চনপুর এলাকার চাঁদ আলীর ছেলে সিদ্দিক ওরফে বাংলাভাই। তবে সিদ্দিক ওরফে বাংলাভাই পলাতক রয়েছেন। এই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে বেকসুর খালাস দেয়া হয়। মামলার এক আসামি পলাতক থাকায় বাকি আসামিদের উপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করে আদালত। পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের কড়া পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়া জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৫ আগস্ট কুষ্টিয়ার ভেড়ামারা বাজার এলাকায় একটি দোকানের পাশে বসে ছিলেন ভেড়ামারা উপজেলার আওয়ামীলী গের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরুল ইসলাম,কলেজশিক্ষক মোহনসহ আরো কয়েকজন। এ সময় হঠাৎ মোটরসাইকেলযোগে সাত থেকে ১০ জনের একটি সন্ত্রাসী দল তাদের ওপর এলোপাথাড়ি গুলি করে। এতে আওয়ামী লীগ নেতা মেহেরুল ইসলাম এবং কলেজশিক্ষক মোহনের মৃত্যু হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরো কয়েকজন। ঘটনার দু’দিন পর ভেড়ামারা থানা এসআই আমিনুল ইসলাম ভেড়ামারা থানায় অজ্ঞাতপরিচিত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে ওই মামলায় দীর্ঘ তদন্ত শেষে ১৬ জনকে অভিযুক্ত করে ২০১১ সালের ২২ জুলাই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আজমখান। পরে দীর্ঘ শুনানি শেষে এবং ১৬ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রোববার মামলার রায় ঘোষণা করে আদালত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews