আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়লেন ১০ বাংলাদেশি ক্রিকেটার

আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়লেন ১০ বাংলাদেশি ক্রিকেটার

প্রথম নিউজ, খেলা ডেস্ক: চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সিরিজটি অনিশ্চয়তার মুখে পড়েছে। এরই মাঝে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।

বুধবার (১৩ মে) সিরিজটি খেলতে দুই ধাপে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে টাইগাররা। সকালে প্রথম বহরে দশজন ক্রিকেটার রওনা দেন, তবে তাদের সঙ্গে ছিলেন না নতুন অধিনায়ক লিটন কুমার দাস। দলের বাকি সদস্যরা সন্ধ্যা সাতটার ফ্লাইটে রওনা দিবেন। সূচি অনুযায়ী, দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৯ মে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। উভয় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
এই সিরিজ দিয়েই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা করবে বাংলাদেশ দল। অধিনায়ক হিসেবে লিটন দাসের এটিই প্রথম পরীক্ষা। তার ডেপুটি হিসেবে থাকছেন শেখ মেহেদি হাসান, যদিও সহ-অধিনায়কের দায়িত্ব তিনি আপাতত পূর্ণমেয়াদে পাচ্ছেন না।