আর্জেন্টিনার সিনেমায় রবীন্দ্রনাথের চরিত্রে ভিক্টর ব্যানার্জি

বাংলা সিনেমা ও সাহিত্যের জন্য একটি আনন্দের সংবাদই বটে

 আর্জেন্টিনার সিনেমায় রবীন্দ্রনাথের চরিত্রে ভিক্টর ব্যানার্জি
আর্জেন্টিনার সিনেমায় রবীন্দ্রনাথের চরিত্রে ভিক্টর ব্যানার্জি

প্রথম নিউজ, ডেস্ক : বাংলা সিনেমা ও সাহিত্যের জন্য একটি আনন্দের সংবাদই বটে। সুদূর আর্জেন্টিনায় নির্মাণ হচ্ছে বাঙালির প্রাণের মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি অংশের গল্প নিয়ে সিনেমা। সেই সিনেমায় কবিগুরুর চরিত্রে অভিনয় করছেন কলকাতার বরেণ্য অভিনেতা ভিক্টর ব্যানার্জি।

ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সুচিত্রা সেনের নাতনি জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেনও।

১৯২৪ সাল। জলপথে পেরুর উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু জাহাজেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নোবেলজয়ী সাহিত্যিক। সেই সময়ে জাহাজটি আর্জেন্টিনা পেরোচ্ছিল। রবীন্দ্রনাথ জাহাজে অসুস্থ হয়ে পড়েছেন, খবর পৌঁছায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ারেসের অভিজাত পরিবারের মেয়ে ওকাম্পোর কানে। তত দিনে রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’র ফরাসি অনুবাদ পড়ে ফেলেছেন তিনি। মুগ্ধতা ছিল বহুদিন ধরেই।

ওকাম্পো নিজেও একজন লেখক। তার ব্যবস্থাপনায় এবং তৎপরতায় রবীন্দ্রনাথকে ওকাম্পোর বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীকালে বাঙালি সাহিত্যিকদের লেখা থেকে জানা যায়, ওকাম্পো অত্যন্ত সেবাপরায়ণা মানুষ ছিলেন। ৩৪ বছরের লেখক ষাটোর্ধ রবীন্দ্রনাথের সেবায় নিজেকে নিয়োজিত করেন।

সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ১৯২৫ সালের জানুয়ারি মাসে আর্জেন্টিনা থেকে বিদায় নেন রবীন্দ্রনাথ। সাহিত্যিকদের মতে, এই দীর্ঘ সময়ে তাঁদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। কিন্তু সেই সম্পর্ককে কেউ কোনোদিন কোনো নাম দিতে পারেননি। কেউ মনে করেন প্রেম, কেউ বা বন্ধুত্বের তকমা দেন।

সেই গল্পই সিনেমায় ফুটিয়ে তুলবেন আর্জেন্টাইন পরিচালক পাবলো সিজার। আর্জেন্টিনার লেখক ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথের নামহীন সম্পর্ক নিয়ে চিত্রনাট্যটি তৈরি করেছেন তিনি। ভিক্টর ব্যানার্জির সঙ্গে ছবিতে ওকাম্পোর ভূমিকায় অভিনয় করেছেন আর্জেন্টিনার অভিনেত্রী এলিওনোরা ওয়েক্সলার।

ছবির নাম ‘থিংকিং অব হিম’। আগামী ৬ মে সেই ছবি মুক্তি পেতে চলেছে।

পরিচালক পাবলোর ভাষ্য, ‘১৯৯৪-এ প্রথম ভারতকে চিনেছি। এখনও সেই প্রক্রিয়া চলছে। কারণ এত বড় দেশের হৃদয়কে বুঝতে পারা সহজ নয়। এই দেশে শুটিং করার সময়ে নতুন করে ভারতবাসীর মননকে বুঝতে পেরেছি বলে মনে হয়। ভালবাসি এই দেশকে।’

ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ভারতীয় পরিচালক সূর্য কুমার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom