আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ

আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল

প্রথম নিউজ, খেলা ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও তাজা। লিওনেল মেসিদের রূপকথা রচনার গল্প এখনও ফুটবলপ্রেমীদের মুখে মুখে। পূর্বসূরীদের সাফল্যগাঁথা থেকে অনুপ্রেরণা নিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে অংশ নেয় আর্জেন্টিনার যুব দল। তবে বেশিদূর এগোয়নি তাদের ওয়ার্ল্ডকাপ যাত্রা। থেমেছে শেষ ষোলোতেই। আর্জেন্টিনার পরাজয়ের রাতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। 

বুধবার রাতে আর্জেন্টিনার সান জুয়ান দেল বাইসেনতেনারিও স্টেডিয়ামে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। ইউনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে রাতের আরেক ম্যাচে তিউনিসিয়া যুব দলকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে ব্রাজিল।

ঘরের মাঠে প্রথমার্ধে ভালোই খেলছিল আর্জেন্টিনা। পাসিং ফুটবল খেলে বেশ কিছু আক্রমণও করে লুকা রোমেরোরা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। গোটা ম্যাচে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকা নাইজেরিয়া যুব দল এগিয়ে যায় বিরতির পর। ৬১তম মিনিটে নাইজেরিয়াকে লিডটি এনে দেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ইবরাহিম বেজি মোহাম্মদ। আর ৯০+১ মিনিটে বদলি নামা উইঙ্গার রিলওয়ানু হালিরু সারকি স্কোরলাইন ২-০ করেন।

আজ রাতে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ইকুয়েডর এবং দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দল। এই ম্যাচের বিজয়ী দলের সঙ্গে আগামী ৪ঠা জুন কোয়ার্টার ফাইনালে লড়বে আর্জেন্টিনাকে বিদায় করা নাইজেরিয়া যুব ফুটবল দল।

হারের পর আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ এবং সাবেক ফুটবলার হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া চাইলে পদত্যাগ করতে প্রস্তুত তিনি। মাসচেরানো বলেন, ‘এএফএ সভাপতি তাপিয়ার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তিনি না বলা পর্যন্ত আমি এটা (পদত্যাগ) করব না। তার টেবিলেই আমার পদত্যাগপত্র আছে, কিন্তু আমাকে চালিয়ে যেতে বলা হয়েছে।’

এদিকে শেষ ষোলোতে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের ১০ম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। সফল স্পটকিকে গোলটি করেন দলটির ফরোয়ার্ড মার্কোস লিয়ান্দ্রো। ৩১তম মিনিটে আন্দ্রে সান্তাসো ব্যবধান বাড়ান। ৪৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। প্রতিপক্ষের ফুটবলারকে কড়া ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রবার্ট রেনান।

ব্রাজিলের বাকি দুই গোল এবং তিউনিসিয়ার একমাত্র গোল আসে ইনজুরি টাইমে। ৯০+১ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ব্রজিলিয়ান মিডফিল্ডার ম্যাথিউস মার্টিনস সিলভা। যোগ করা সময়ের ১০ম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-০ করেন আন্দ্রে সান্তোস। তিন মিনিট পর একটি গোল শোধ করেন তিউনিসিয়ান ডিফেন্ডার মাহমুদ গরবেল। 

আগামী ৩রা জুন ইসরায়েল অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল যুব দল।