আরও ৪৭ জনের করোনা শনাক্ত

আরও ৪৭ জনের করোনা শনাক্ত

প্রথম নিউজ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এ সময় শনাক্ত হয়েছে ৪৭ জন। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৯ জনের। করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৪০৭ জনের।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩৭টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।