আবাহনী-মোহামেডান ফাইনালসহ টিভিতে যা দেখবেন আজ

দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ঐতিহ্যবাহী দল আবাহনী-মোহামেডান।

আবাহনী-মোহামেডান ফাইনালসহ টিভিতে যা দেখবেন আজ

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ঐতিহ্যবাহী দল আবাহনী-মোহামেডান। এছাড়া আজ (মঙ্গলবার) আরও যেসব ম্যাচ রয়েছে। 

ফুটবল

ফেডারেশন কাপ: ফাইনাল
আবাহনী-মোহামেডান
বিকেল ৩টা ১৫ মিনিট, টি স্পোর্টস

ক্রিকেট

তৃতীয় বেসরকারি টেস্ট
বাংলাদেশ ‘এ’-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’
সকাল ৯টা, বিসিবি/ইউটিউব

প্রমিলা ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডান-গুলশান ইয়ুথ
সকাল ৯টা ৩০ মিনিট, বিসিবি/ইউটিউব

রূপালী ব্যাংক-সিটি ক্লাব
সকাল ৯টা ৩০ মিনিট, বিসিবি/ইউটিউব

বিকেএসপি-কেরানীগঞ্জ সিএ
সকাল ৯টা ৩০ মিনিট, বিসিবি/ইউটিউব

সাউদার্ন আফ্রিকা টি-টোয়েন্টি
বতসোয়ানা-মালাউয়ি
দুপুর ১২টা, ইউরোস্পোর্ট

ইসোয়াতিনি-মোজাম্বিক
বিকেল ৪টা ৩০ মিনিট, ইউরোস্পোর্ট

টেনিস

ফ্রেঞ্চ ওপেন
প্রথম রাউন্ড
বিকেল ৩টা, সনি স্পোর্টস ২ ও ৫