আফগানিস্তানে স্বর্ণখনি ধসে নিহত ৩
প্রথম নিউজ ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাকহার প্রদেশে স্বর্ণখনি ধসে তিন খনি শ্রমিক নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল মবিন সাফি বুধবার এ কথা জানিয়েছেন।
তিনি আরো জানান, মঙ্গলবার সন্ধ্যায় রাসতাক জেলার ওই খনিতে শ্রমিকদের কাজের সময়ে এটি ধসে পড়ে। এতে তিন শ্রমিক প্রাণ হারায়। দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান। কিন্তু বিস্তারিত আর কিছু বলেননি।