আফগানিস্তানের কাছে হার ইংল্যান্ডের
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ২০১৫ বিশ্বকাপে অভিষেকে এসেছিল একমাত্র জয়, স্কটল্যান্ডের বিপক্ষে। তারপর থেকে হার, হার আর হার। আফগানিস্তান ৬৯ রানে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সেই বৃত্ত থেকে বেরিয়ে এলো।
দিল্লির অরুণ জেটলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৮৪ রান তুলে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ইংল্যান্ডের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার আদিল রশিদ। জবাবে খেলতে নেমে ৪০ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান তুলে ইংল্যান্ড। ৬৯ রানের হারে বড় ধাক্কা খেল ইংলিশরা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে শুরুর পর বাংলাদেশকে হারিয়ে জয়ে ফিরেছিল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।