আগামীকাল ঢাকাসহ সারাদেশে মুখে কালো কাপড় বেধে মিছিল করবে বিএনপি

আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। 

আগামীকাল ঢাকাসহ সারাদেশে মুখে কালো কাপড় বেধে মিছিল করবে বিএনপি

প্রথম নিউজ, ঢাকা: গুমের শিকার ব্যক্তিদের নিয়ে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আগামীকাল ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেধে কালো ব্যনারসহ মিছিল করবে বিএনপি।

আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।  তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে আগামীকাল ৩০ আগস্ট বুধবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ মিছিল করবে।

রুহুল কবির রিজভী বলেন, আগামীকাল ৩০ আগস্ট বুধবার, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেশন ফর প্রোটেকশন অব অল পার্সনস এগেইনস্ট এনফোর্স ডিসএ্যাপিয়ারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ইতোমধ্যে প্রায় ৬০০ এর অধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুন, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেক-কে গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছে। এখনও অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। এক্ষেত্রে প্রায় সকলেই দাবি করেছেন যে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়েই তাদের তুলে নিয়ে যাওয়া হয়। গুম হওয়া অনেককেই নিজ বাসায় পরিবারের সদস্যদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অথবা আশেপাশের পাড়া-প্রতিবেশী বা দোকানপাটে দাঁড়ানো লোকজন স্বচক্ষে দেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকেই তুলে নিয়ে যেতে। গুমের মতো ঘটনা মানবতার শত্রুদের দ্বারাই করা সম্ভব।  বাংলাদেশ এখন বিবেকবর্জিত অরণ্যচারী নরপিশাচদের দ্বারাই অধিকৃত। গুমের মতো কাজ কেবল পশুদের দ্বারাই সম্ভব।                                                                                                                                                                                                                                                                  তিনি বলেন, সভ্যতার কোন মাপকাঠি এখানে বিদ্যমান নেই। ক্ষমতাসীনরা সর্বযুগের পৈশাচিক দুঃশাসনের অনুসারী। এদের মন ও মননে বাসা বেঁধেছে হিটলার-মুসোলিনি-নমরুদ-ফেরাউনের হিংস্রতা। বাংলাদেশ থেকে গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য এরা দখল করা রাষ্ট্রকে কাজে লাগাচ্ছে। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমের সংস্কৃতি চালু করেছে। এক্ষেত্রে তিনি আর কতদুর অগ্রসর হবেন সেটি নিয়ে গোটা জাতি শংকিত। নিশিরাতে সরকারের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাহীন স্পর্ধার পরিণতিই হচ্ছে জোরপূর্বক গুম। একক ক্ষমতার অপ্রতিদ্বন্দ্বীহীন প্রধানমন্ত্রী থাকার জন্য এম ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হিরু, চৌধুরী আলম, হুমায়ুন কবির পারভেজ, সাজেদুল ইসলাম সুমন, জাকিরসহ শত শত নেতা, ভিন্নমতের মানুষ ও অধিকার গ্রুপের মানুষদের অদৃশ্য করা হয়েছে। আরেকটি ভয়ানক গুমের ঘটনা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহ উদ্দিন আহমেদের, তাঁকে ৬২ দিন গুম করে রাখার পর পাশের দেশে চালান দেয়া হয়। গুমের মতো মানবতাবিরোধী কাজ করেও নিষ্ঠুর শাসকগোষ্ঠী নিজেদেরকে নিরাপদ মনে করেনি। তাই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী রেখেছেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়ার পাশাপাশি আদালতকে দিয়ে তাঁর বক্তব্য প্রচারে বাধা সৃষ্টির অপচেষ্টা চলছে। তবে শেখ হাসিনার অপচেষ্টা ব্যর্থ হবে। আদালতকে দিয়ে দেশনায়ক তারেক রহমানের কন্ঠরোধ করা যাবে না। 

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আন্তর্জাতিক চাপ থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে অবৈধ সরকার গুমের মতো মনুষ্যত্বহীন কাজ এখনও অব্যাহত রেখেছে। যে সরকার নিজ জাতিসত্তার সীমানায় বিভাজনের বীজ বপন করে তারা যে নির্দয় মনোবৃত্তি নিয়ে চালিত হয়ে মনুষ্যত্বহীন কাজ করবে, এটাই স্বাভাবিক। ছাত্র-যুবকদের তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করাটা এখন আইন শৃঙ্খলা বাহিনীর রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের তাদের পরিবারের কাছে আজও ফিরিয়ে দেয়া হয়নি। প্রধানমন্ত্রী ইন্সট্যান্ট কান্নায় পারদর্শী, কিন্তু গুম হওয়া স্বজনদের কান্না দেখে তাঁর মন গলে না। সন্তান হারিয়েছে প্রিয় বাবাকে, মা হারিয়েছে প্রিয় সন্তানকে, স্ত্রী হারিয়েছে স্বামীকে। বছরের পর বছর চলে গেলেও প্রিয় মানুষটির অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের বুকে হাহাকার চলছে। দেশের মানুষ আজ অসহায নিরুপায় অশ্রুসিক্ত চোখে স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমি বিএনপি’র পক্ষ থেকে গুম হওয়া ব্যক্তিদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছি। তাদের পরিবারের প্রতি গভীর সহানুভুতি জ্ঞাপন করছি। গুম দিবসে গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জোর আহবান জানাচ্ছি।
সারাদেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কর্তৃক হামলা, মামলা ও  গ্রেফতারের বিবরণ ঃ
গ্রেফতার ঃ
 গতকাল রাত ১২ টায় রাজধানীর ফকিরাপুল থেকে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু আহমেদ  এবং ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিল্লাদ হোসেনকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। এছাড়াও আজ ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হোসাইন একটি মিথ্যা মামলায় আদালতে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। 
 গত ২৫ আগষ্ট ২০২৩ তারিখ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র কালো পতাকা গণমিছিলে যোগদানের সময় নাইটেঙ্গেল মোড় থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা মোঃ নাছির উদ্দিন সুমনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও ৪২ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক শিশির আহমেদ, ২৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ময়নাল, চুনাওয়ালা ঘাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি সারোয়ার হোসেন সুমন ও শান্তিনগর বাজার ইউনিট বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম স্বপন ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ।
 নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানকে গত ২৫ আগষ্ট রাত ২:৫০ মিনিটে ঘরের দরজা ভেঙ্গে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। এছাড়া সোনারগাঁও থানার জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লতিফ মেম্বারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
 চট্টগ্রাম উত্তর জেলাধীন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, বেতাগী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন, সদস্য সচিব মোঃ আজিম উদ্দীন পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু হাসনাথ মুন্না, যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, মোঃ কামাল ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রায়হানসহ মোট ১০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।  
 জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব সুরুজ্জামান সুরুজকে গত ২৫ আগষ্ট ভোর রাতে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। 
 বাগেরহাট জেলাধীন মোংলা পোর্ট পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি শহীদ মোঃ আব্দুল বাতেন এর ছেলে মোঃ সোহাগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় কল্প কাহিনীর মাধ্যমে মরহুম শেখ মুজির রহমানের ছবি বিকৃত করা হয়েছে, এই মিথ্যা অভিযোগ এনে তার নামে দায়েরকৃত মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। 
 চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ মালেকুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ হাসিবুর রহমান নয়ন একটি মিথ্যা মামলায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে জামিনের জন্য গেলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। 
 হবিগঞ্জ জেলাধীন শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছলিম উল্লাহ ও সহ-সভাপতি মোঃ আব্দুল হাইকে গত ২২ আগষ্ট ২০২৩ তারিখ রাত ৩ টায় তাদের বাসায় আকস্মিকভাবে হানা দিয়ে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে পুলিশ। 
 ময়মনসিংহ দক্ষিণ জেলার ৩নং কুশমাইল ইউনিয়ন বিএনপি নেতা- মোঃ মোবারক আলী, মোহাম্মদ আলী, ৪ নং বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কবির ও ১১ নং রাধাকানাই ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আব্দুল মতিনকে  গত ২৩ আগষ্ট রাত ৩ ঘটিকার সময় পুলিশ বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে তাদের ঘরের দরজা ভেঙ্গে গ্রেফতার করে। পাগলা থানার বিএনপি নেতা মমতাজ উদ্দিন, আব্দুল কাদির, যুবদল নেতা চন্দন সরকার, ফুলপুর পৌর মৎস্যজীবী দল নেতা-আবু হেনজেল ও মোঃ আল-আমিনকে গত ২২ আগষ্ট ২০২৩ তারিখ রাত ৩ ঘটিকার সময় তাদের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও একটি মিথ্যা মামলায় ভালুকা উপজেলা যুবদল নেতা শাহিনুজ্জামান সমর পাঠান, ৮নং ডাকাতিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামসুল হক মেম্বার ও ৩নং ভরাডোবা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহিদ হাসানের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। 
 ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মোহাম্মদপুর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদকে গত ২১ আগষ্ট রাত ১০:৩০ মিনিটে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়।
 পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মহিউদ্দীন মল্লিক নাছিরকে ওয়ার্ড বিএনপি’র কর্মীসভা চলাকালে পুলিশ গ্রেফতার করে। এছাড়াও নাজিরপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু হাসান খানকে র্দীঘদিন ধরে একটি মিথ্যা আইসিটি মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে। কারাগারে সে এখন খুব অসুস্থ্য অবস্থায় আছেন। আমি তার সুচিকিৎসাসহ মুক্তির জোর দাবী করছি।
হামলা ও আহত ঃ 
 আজ জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রদলের সদস্য আজিজুল হাকিম আকাশকে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার ইতিহাস বিভাগের নিচ থেকে ধরে নিয়ে গিয়ে বেধরক মারধর করে গুরুতর আহত করে। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।   
 গত ২৩ আগষ্ট ফেনী জেলাধীন দাগনভূইয়া উপজেলার ৩নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর বাজারে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে আহত হয় ইউনিয়ন যুবদল নেতা- দীন মোহাম্মদ দীলু, মোঃ লিটন ও লেদু।  সন্ত্রাসীরা তাদেরকে প্রায় ২ ঘন্টা আটকিয়ে রেখে নির্যাতন চালিয়ে দীন মোহাম্মদ দীলুর দুই হাত ও দুই পা ভেঙ্গে দেয়।  
মামলা ঃ 
 ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল ফকির ও কামাল হোসেনসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মীদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে পুলিশ।
 গত ২৪ আগষ্ট ২০২৩ তারিখ, জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান মোখলেসসহ এজাহার নামিয় ৫০ জন এবং অজ্ঞাত ১০০ জনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। 
 গত ২৮ ও ২৯ জুলাই ২০২৩ তারিখ হতে অদ্যাবধি বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ঃ-
মোট আহত  ঃ ১২৫০ জন 
মোট মামলা   ঃ ৩২৭ টি 
মোট গ্রেফতার  ঃ ১৬২০ জন 
মোট আসামী   ঃ ১৩,৪৩০ জনদ

আমি অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহবান জানাচ্ছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।