আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন বাবা-ছেলে
প্রথম নিউজ, যশোর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক বিদুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম ও তার ছেলে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশিষ ইসলাম।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তারা।
এ প্রসঙ্গে মোস্তফা আশিষ ইসলাম বলেন, ২০১১-১২ সালে তথ্যপ্রযুক্তি কর্মী হিসেবে ডিজিটাল যশোর গড়ায় অবদান রেখে স্বীকৃতি লাভ করেছি। ২০২১ সালের ৩০ জুলাই যশোর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ লাভের পর নির্বাচনী মাঠ তৈরিতে দীর্ঘ ২৮ মাস অক্লান্ত পরিশ্রম করেছি। ইতোমধ্যে আমার নির্বাচনী এলাকার দুই লাখ ভোটারকে আমি সশরীরে বিনামূল্যে ডিজিটাল সেবার আওতায় নিয়ে এসেছি।
তিনি বলেন, আমি সবসময় দলীয় নেতাকর্মীদের পাশে ছিলাম এবং থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিবেচনায় আমাকে মনোনয়ন দিলে চৌগাছা ও ঝিকরগাছা উপজেলাকে আমি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব।
এর আগে, সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।