অস্ত্রহাতে ছাত্রলীগ কর্মীর অসংলগ্ন আচরণের ভিডিও
শনিবার সন্ধ্যার দিকে জুয়েল ধারালো চাপ্পড় হাতে বাজারের মধ্যে ঘুরতে থাকেন।
প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহী দুর্গাপুরের আমগাছি বাজারে জুয়েল নামের মাদকাসক্ত এক ছাত্রলীগ কর্মী নেশাগ্রস্ত অবস্থায় অস্ত্র হাতে মহড়া দিয়েছেন। শনিবার সন্ধ্যার দিকে জুয়েল ধারালো চাপ্পড় হাতে বাজারের মধ্যে ঘুরতে থাকেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিনের মোটরসাইকেলও ভাঙচুর করেন তিনি। তবে এ ঘটনার ভিডিও রোববার বিকালের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে থাকে।
এ সময় জুয়েলকে বাধা দিতে কেউ সাহস পাননি। প্রায় ৫ মিনিট ধরে তিনি ধারালো অস্ত্র হাতে নিয়ে বাজারের মধ্যে ঘুরতে থাকেন। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জুয়েল ঝালুকা গ্রামের মৃত বাদশার ছেলে। তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দেন। তবে কোনো পদে নেই। তিনি মাঝে মধ্যেই নেশাগ্রস্ত হয়ে অসংলগ্ন আচরণ করে বেড়ায় বলে জানান এলাকাবাসী।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনও জানি না। কেউ যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।