অভিষেকেই রেকর্ড গড়লেন শাহিন আফ্রিদি
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: পাকিস্তান দলের পেসার শাহিন শাহ আফ্রিদি দিন দিন ব্যাটারদের আতঙ্কে পরিণত হচ্ছেন। নতুন বলে উইকেট নেওয়া যেন অভ্যাসে পরিণত করেছেন তিনি। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে গতকাল (২ আগস্ট) অভিষেক হয়েছে এই বাঁহাতি পেসারের। ভিন্ন ফরম্যাটের এই আসরে নিজের প্রথম ম্যাচেই রেকর্ড গড়েছেন পাকিস্তানি পেসার।
দ্য হান্ড্রেডে ওয়েলশ ফায়ারের হয়ে গতকাল অভিষেক হয়েছে শাহিন আফ্রিদির। নিজের প্রথম ম্যাচেই প্রথম দুই বলে পরপর দুটি উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন এই বাঁহাতি পেসার।
কার্ডিফে গতকাল (২ আগস্ট) ম্যানচেস্টার অরিজিনালসের মুখোমুখি হয় ওয়েলশ ফায়ার। নিজের প্রথম ম্যাচে এদিন প্রথম দুই বলেই ম্যানচেস্টারের দুই ব্যাটারকে লেগ বি ফোরের ফাঁদে ফেলেন আফ্রিদি।
ইনিংসের প্রথম বলে ফিল সল্ট ও দ্বিতীয় বলে লরি ইভান্সকে সাজঘরে ফেরান এই পাকিস্তানি বোলার। হান্ড্রেডের অভিষেকেই এই আগে কোনো বোলারই প্রথম দুই বলে দুই উইকেট শিকারে করতে পারেননি। এমন কীর্তি গড়ে এই টুর্নামেন্টের রেকর্ডবুকে নাম লিখিয়েছেন আফ্রিদি। বাঁহাতি এই পেসারের এমন রেকর্ডের দিনে ৯ রানে জয় পেয়েছে তার দল।