অবরোধ: রংপুরে বাস বন্ধ, ট্রেন চলাচল স্বাভাবিক

অবরোধ: রংপুরে বাস বন্ধ, ট্রেন চলাচল স্বাভাবিক

প্রথম নিউজ রংপুর: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন রংপুরে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বন্ধ আছে বাস।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আন্তঃজেলা বাস সকালের দিকে দু-একটি ছেড়ে গেলেও এখন বন্ধ আছে। কাউন্টার খুলে বসে অলস সময় পার করছেন শ্রমিকরা। যাত্রী না থাকায় বাস চলাচল বন্ধ আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নগরীর কামারপাড়ায় ঢাকা কোচ স্ট্যান্ডে এসআর ট্রাভেলসের কাউন্টার ইনচার্জ রিপন মিয়া বলেন, যাত্রী সংকটে বাস ছেড়ে যায়নি।

এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার গাজিবুর রহমান গাজী বলেন, বাস বন্ধের বিষয়ে মালিক পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। যাত্রী না থাকায় কোনো বাস ছেড়ে যায়নি। কেন্দ্রীয় বাস টার্মিনালে দোয়েল ট্রাভেলসের আশরাফুজ্জামান মাহমুদ বলেন, ৯টার আগে দু-একটি বাস ছেড়ে গেলেও এখন বন্ধ আছে।

কেন্দ্রীয় বাস টার্মিনালে রাজশাহী কাউন্টারের ম্যানেজার জুয়েল বলেন, ৯টার পর থেকে কোনো যাত্রী নেই। বসে আছি, যাত্রী পেলে বাস ছেড়ে যাবো। রংপুর রেল স্টেশনের তত্ত্বাবধায়ক শংকর গাঙ্গুলী বলেন, যথা সময়ে সব ধরনের ট্রেন রংপুর রেল স্টেশন দিয়ে চলাচল করেছে।