অটোরিকশা চুরি হওয়ায় হতাশায় চালকের আত্মহত্যা

অটোরিকশা চুরি হওয়ায় হতাশায় চালকের আত্মহত্যা

প্রথম নিউজ, ঢাকা : অটোরিকশা চুরি হওয়ার কারণে হতাশায় রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানী রামপুরার খিলগাঁও মেম্বার গলি এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

মৃত রাকিবুলের ভাগিনা জুনায়েদ বলেন, গত চার দিন আগে কাকরাইল ব্যাটারি গলি থেকে আমার মামাকে প্রতারক চক্র কিছু খাইয়ে তাকে রাস্তায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে বাসায় নিয়ে আসি। এরপর থেকে সে হতাশাগ্রস্ত অবস্থায় ছিল। তেমন কারো সঙ্গে কথা বলত না। গতকাল বিকেলে তিনি নিজের ঘরে গলায় ফাঁস দেন। পরে রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তার (রাকিবুল) ৮ মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মেওয়ারি গ্রামে। তিনি ওই এলাকার আবু চান মিয়ার ছেলে ছিল। 

রামপুরা থানার (এস আই) মাজহারুল ইসলাম বলেন, গতকাল আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি কয়েকদিন আগে তাকে অজ্ঞান করে একটি প্রতারক চক্র তার অটো রিকশাটি চুরি করে নিয়ে যায়। সেই হতাশায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।