৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণমিছিল
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রথম নিউজ, ঢাকা: পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে গণমিছিল করার কথা ছিলো বিএনপির। তবে ওই দিন ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল হওয়ায় দলটি বিএনপিকে কর্মসূচির তারিখ পরিবর্তনের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে আগামী ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে গণমিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, যেহেতু বিএনপি সংঘাত চায় না। যেহেতু বিএনপি শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন করতে চায় এবং সমস্যার সমাধান চায়। আর যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব- ২৪ তারিখে তাদের কাউন্সিলের কারণে আমাদের যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির পরিবর্তন প্রত্যাশা করেছেন এবং আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
'সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে রাজনৈতিক আচারণ করতে চাই। আর আমাদের পূর্ব ঘোষিত ২৪ ডিসেম্বর ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি সেটা আমরা পুনর্বিন্যাস করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে সেজন্য ২৪ তারিখে আমরা ঢাকায় গণমিছিল করবো না। তবে ঢাকা বাদে সারাদেশে গণমিছিলের যে কর্মসূচি আছে, সেটা জেলা-মহানগরে অব্যাহত থাকবে। আর ঢাকায় ২৪ তারিখের পরিবর্তে ৩০ তারিখে আমরা গণমিছিল করবো।
৩০ তারিখ গণমিছিল করার সিদ্ধান্তের প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, সেই লড়াইয়ে জনগণকে ৩০ ডিসেম্বর স্মরণ করে দেয়া গুরুত্বপূর্ণ। কারণ ২০১৮ সালের এই তারিখে দিনের ভোট রাতে করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে আমাদের ১০ দফার দাবির আলোকে যে লড়াই, সেই লড়াই আমরা এগিয়ে নেবো।
তিনি বলেন, অন্য কোন দলের রাজনৈতিক কর্মসূচি বিঘ্নিত হোক এমন কিছু আমরা কখনো করার চেষ্টা করি নাই। যদিও আমাদের কর্মসূচি বিঘ্নিত করার জন্য গত ১০ তারিখে ঢাকায় শহরের প্রত্যেকটা পাড়া-মহল্লায় মহড়া দেয়া হয়েছে। শহরের প্রত্যেকটা প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে আমাদের লোকজনকে আসতে বাধা দেয়া হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোবাইল ফোন চেক করা হয়েছে। তারপরও আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করেছে বিএনপি। ওই সমাবেশে সরকারের হটানোর যুগপৎ আন্দোলনে’ ১০ দফা ঘোষণা করে এই দাবিতে আগামীতে ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলো দলটি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মো. শাহজাহান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু প্রমূখ উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews