১০ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা
গ্রেপ্তারকৃত শহীদুল্লাহ ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গিল্লা বাড়িয়া এলাকার আব্দুল বারেকের ছেলে।
প্রথম নিউজ, ফেনী: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. শহীদুল্লাহ নামের পলাতক এক আসামিকে ১০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৫ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শহীদুল্লাহ ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গিল্লা বাড়িয়া এলাকার আব্দুল বারেকের ছেলে।
ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ফেনীতে একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শহীদুল্লাহ নিজের নাম-পরিচয় গোপন করে দীর্ঘ ১০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব জানায়, ২০১৩ সালের ৪ এপ্রিল ফেনী সদর উপজেলার গিল্লা বাড়িয়া এলাকায় ২১ বোতল ফেনসিডিলসহ বিজিবির হাতে গ্রেপ্তার হন শহীদুল্লাহ। ছয় মাস পর জামিনে বের হয়ে তিনি আত্মগোপনে চলে যান। পরে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে শহীদুল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।