১০ দফা ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে মিছিল ও সমাবেশ আজ
পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী সারা দেশের মহানগর ও উপজেলায় সমাবেশসহ মিছিল করবে সরকার বিরোধী দলগুলোর নেতাকর্মীরা।
প্রথম নিউজ, অনলাইন : যুগপৎ আন্দোলনে ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ ও সমাবেশ আজ। পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী সারা দেশের মহানগর ও উপজেলায় সমাবেশসহ মিছিল করবে সরকার বিরোধী দলগুলোর নেতাকর্মীরা। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের এই কর্মসূচি সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করছেন তারা। গণমিছিল ও গণঅবস্থানের মতোই ঢাকায় বিক্ষোভ ও সমাবেশে জনসমাগম ঘটাতে চায় বিএনপি। একইসঙ্গে সকল মহানগর ও উপজেলা পর্যায়ে ব্যাপক জনসমাগমের মধ্যদিয়ে তৃণমূলে নতুন বার্তা দিতে চান দলটির শীর্ষ নেতারা।
আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন কেন্দ্রীয় নেতারা। চতুর্থ ধাপের কর্মসূচি কি হবে তা নিয়ে এরই মধ্যে বৈঠক করেছেন বিএনপি স্থায়ী কমিটির নেতারা। এদিকে ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে দুপুর ২টায় শুরু হবে এ কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এ ছাড়া কেন্দ্রীয় নেতাদের নিজ নিজ এলাকার মিছিল ও সমাবেশে অংশ নিতে নির্দেশ দিয়েছেন দলটির হাইকমান্ড। বিএনপি’র দপ্তর সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের বিগত ২টি কর্মসূচির চেয়ে আজকের কর্মসূচি অনেকটা ভিন্ন। স্থায়ী কমিটির সদস্যরা আজকের কর্মসূচিতে ঢাকার বাহিরে যাচ্ছেন না। দলের শীর্ষ নেতারা ঢাকার কর্মসূচিতে অংশ নেবেন। কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি-মন্ত্রীরা নিজ মহানগর ও উপজেলার কর্মসূচি সফল করবেন। গত ১১ই জানুয়ারি নয়াপল্টনের গণঅবস্থান কর্মসূচি থেকে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। একইভাবে একই দিনে, একই কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি’র সমমনা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট, ৪ দলীয় বাম গণতান্ত্রিক ঐক্য, এলডিপি ও গণফোরাম।
জানা যায়, বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে আজ বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সামবেশ করবে গণতন্ত্র মঞ্চ। দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট, পূর্ব পান্থপথে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। একইভাবে ১২ দলীয় জোট চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করবে, ৪ দলীয় বাম গণতান্ত্রিক ঐক্য ও গণফোরামও এ কর্মসূচি পালন করবে। এছাড়া ১২ দলীয় জোট আগামীকাল ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বলে জানিয়েছেন, জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: