হাজারীবাগে বিছানায় মিললো কিশোরীর মরদেহ
প্রথম নিউজ, ঢাকা : ঢাকায় হাজারীবাগের কালুনগর এলাকা থেকে মোছা. রাজিয়া আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা রহমান জানান, আমরা খবর পেয়ে হাজারীবাগে কালুনগর এলাকার ১১/২ নম্বর বাসার খাটের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, স্থানীয়দের মুখে জানতে পারি, ওই কিশোরীর ছোটবেলায় বাবা-মার বিচ্ছেদ হয়ে যায়। এ নিয়ে মানসিক ডিপ্রেশনে ভুগছিল। গতরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি। তবু ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।