হুইপকে নিরাপত্তা দিয়ে পৌঁছে দেওয়ার সময় দুর্ঘটনায় ৩ পুলিশ আহত
বুধবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বিরামপুর—ফুলবাড়ী সড়কের চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের সঙ্গে পুলিশের পিকআপের মুখোমুখি সংঘর্ষে পুলিশের তিন জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। বুধবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বিরামপুর—ফুলবাড়ী সড়কের চন্ডিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- হাকিমপুর থানার এসআই আক্তার হোসেন, কনস্টেবল আউয়াল ও লিটন।
হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, প্রধানমন্ত্রীর রংপুর জনসভায় যোগ দিতে সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন হিলি হয়ে রংপুরে যাচ্ছিলেন। এ সময় নিরাপত্তার জন্য তার গাড়ির সঙ্গে হাকিমপুর থানা পুলিশের একটি পিকআপ ফুলবাড়ী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল।
তিনি আরও বলেন, যাওয়ার পথে বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের পিকআপে থাকা তিন পুলিশ আহত হন। তাদেরকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।