হাইকোর্টে আগাম জামিন চেয়ে ক্রিকেটার আল আমিনের আবেদন

আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন

হাইকোর্টে আগাম জামিন চেয়ে ক্রিকেটার আল আমিনের আবেদন
হাইকোর্টে আগাম জামিন চেয়ে ক্রিকেটার আল আমিনের আবেদন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন।

সোমবার তার আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম জামিন আবেদন করেছেন। জামিনের বিষয়ে শুনানি করবেন সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।

আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলাসূত্রে জানা যায়, ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন ক্রিকেটার মো. আল-আমিন হোসেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর করেন আল-আমিন।

এসব অভিযোগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান। পরে তা মামলা আকারে নথিভুক্ত করা হয়।

ক্রিকেটার আল-আমিন ও ইসরাত জাহান দম্পতির দুটি ছেলেসন্তান রয়েছে। তারাও মায়ের সঙ্গে থানায় এসেছিল।

থানায় লিখিত অভিযোগ করার পর ইসরাত জাহান সাংবাদিকদের অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আল-আমিন তাকে অত্যাচার ও মারধর করেন। এর পর দুটি বাচ্চাসহ তাকে বাসা থেকে বের করে দেন। আল-আমিন অন্য একটি মেয়েকে নিয়ে বাসায় উঠেছেন।

‘ওই মেয়ের সঙ্গে আল-আমিনের বিয়ে হয়েছে কিনা, তা জানি না। কাবিননামাও পাইনি। তবে ওই মেয়ের সঙ্গে আল-আমিনের অনেক ছবি আছে।’

তিনি বলেন, দুটো বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাব? আমার এখন একটিই চাওয়া— বাচ্চাদের নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি।

ইসরাত জাহানের মামা মো. সাঈদ বলেন, গত দুই বছর ধরে ক্রিকেটার আল-আমিন হোসেন আমার ভাগ্নিকে নির্যাতন করত। এর আগেও থানায় নির্যাতনের অভিযোগে জিডি করা হয়েছিল। গত ২৫ আগস্ট মারধর করে বাসা থেকে বাচ্চাসহ ইসরাতকে বের করে দেয়। এর পর মিরপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ইসরাত।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom