সড়কে দুই ট্রাক বিকল, বনানী-খিলক্ষেতে যানজট
প্রথম নিউ্রজ, ঢাকা : ওভারলোডের কারণে দুটি মাটিবাহী ট্রাকের চাকা খুলে বিকল হয়ে যাওয়ায় রাজধানীর বনানী সড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) এ ঘটনায় সকাল ৭টার পর থেকে সড়কে চাপ বাড়তে থাকে এবং সকাল ৮টার পর বনানী, খিলক্ষেত ও উত্তরার সড়কে দেখা দেয় যানবাহনের দীর্ঘ যানজট। ফলে দিনের শুরুতেই ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী যাত্রীদের।
বুধবার ভোর ৬টার দিকে বনানীর কাকলীতে সড়কের উভয় লেনে দুটি ট্রাক বিকল হয়ে পড়ায় এ যানজটের সূত্রপাত হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকালে বনানীর কাকলীর দুই লেনে দুটি মাটিবাহী ট্রাকের চাকা খুলে বিকল হয়ে পড়ে। এছাড়া দুটি ট্রাকই ছিল ওভারলোড। যে কারণে সহজেই ট্রাক দুটিকে পুলিশের রেকার গাড়ি দিয়ে সরানো যাচ্ছিল না। বাধ্য হয়ে ট্রাক থেকে মাটি আনলোড করে তারপর রেকারের সহযোগিতায় ট্রাক দুটি সরাতে সাড়ে ৮টা পর্যন্ত সময় লেগে যায়। ফলে সড়কে তীব্র যানজট তৈরি হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিককে সমন্বিতভাবে কাজ করতে হয়। পরে বেলা ১১টার দিকে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে ট্রাফিক উত্তরার বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, বনানীতে ট্রাক বিকলের খেসারত দিতে হয়েছে উত্তরা এলাকাতেও। এখন আউটগোয়িং সড়ক স্বাভাবিক রয়েছে, তবে চাপ রয়েছে ইনকামিং সড়কে। রাজধানীগামী উত্তরা ও খিলক্ষেত লেনে চাপ কমাতে কাজ করছে ট্রাফিক সদস্যরা।