সালিশে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন
প্রথম নিউজ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত হয়েছেন। নিহত কামরুজ্জামান পালানু (৪৫) উপজেলার সনগাঁও গ্রামের মৃত হারেসুর চৌধুরীর ছেলে।
সোমবার (৯ জুলাই) বড় ভাই জাকির আলমের (৫০) দায়ের কোপে নিহত হন ছোট ভাই কামরুজ্জামান পালানু। উপজেলার সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও দুইভাই। তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সনগাঁও গ্রামের মৃত হারেসুর চৌধুরীর বড় ছেলে জাকির আলম ও মেজো ছেলে কামরুজ্জামান পালানুর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এ নিয়ে শনিবার পারিবারিক ভাবে চার ভাইয়ের মধ্যে সালিশ বৈঠক বসে। সালিশের একপর্যায়ে উত্তেজিত হয়ে জাকির আলম ঘর থেকে দা নিয়ে এসে কামরুজ্জামানের মাথায় কোপ দেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে চলে যান। বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখে কামরুজ্জামানের ছেলে সরোয়ার হোসেন (২৩) বাকী চাচাদের উপর চড়াও হন। এ সময় চাচা আলমগীর হোসেন ও লুৎফর রহমানকে পিটিয়ে আহত করেন সরোয়ার।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কামরুজ্জামানের অবস্থা গুরুতর হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।