সরকার ভয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না: মঈন

সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে

সরকার ভয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না: মঈন
সরকার ভয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না: মঈন

প্রথম নিউজ, ঢাকা : বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, একদিকে অর্থনৈতিক কষাঘাতে দরিদ্র মানুষের অবস্থা নাজেহাল অন্যদিকে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি করে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে।

বুধবার (১ মার্চ) সকালে জাতীয়তাবাদী মৎসজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, আইএমএফের কঠিন শর্তের আঘাত ধনীদের ওপর নয়, পড়বে দরিদ্রদের ওপর। সরকার জোর গলায় বলেছে আইএমএফ সন্তুষ্ট হয়ে লোন দিয়েছে কিন্তু আদতে আইএমএফর কাছে ভিক্ষা চেয়েছে তারা।

মঈন খানের অভিযোগ করেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে ক্ষমতাসীনরা। সরকারের সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা বলে চালানো হচ্ছে। সরকার ভয় পেয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে।


তিনি বলেন, বিএনপির উদ্দেশ্য দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। সরকার ভালো কাজ করে থাকলে কেনো সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। উপনিবেশিক শাসনের মতো বিভাজনের শাসন নীতিতে দেশ চালাতে চাইছে সরকার।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: