সামিটের এলএনজি টার্মিনাল-২ নির্মাণ প্রকল্প বাতিল

গতকাল সোমবার (৭ অক্টোবর) পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম সাক্ষরিত এক আদেশে সামিট গ্রুপের সঙ্গে বিশেষ আইনে সম্পাদিত চুক্তিটি বাতিল করার আদেশ জারি করা হয়েছে।

সামিটের এলএনজি টার্মিনাল-২ নির্মাণ প্রকল্প বাতিল

প্রথম নিউজ, অনলাইন: ক্সবাজারের মহেশখালীতে অনুমোদন পাওয়া সামিট এলএনজি টার্মিনাল-২ নির্মাণ প্রকল্পটির চুক্তি বাতিল করেছে পেট্রোবাংলা। এর আগে এটির চুক্তি বাতিলের জন্য জ্বালানি বিভাগে সুপারিশ জমা দিয়েছিল গঠিত পরামর্শক কমিটি। সেখান থেকে এ সংক্রান্ত চিঠিটি পেট্রোবাংলাকে পাঠানো হলে সংস্থাটি সামিটের টার্মিনাল-২ নির্মাণ প্রকল্প চুক্তিটি বাতিল করেন।গতকাল সোমবার (৭ অক্টোবর) পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম সাক্ষরিত এক আদেশে সামিট গ্রুপের সঙ্গে বিশেষ আইনে সম্পাদিত চুক্তিটি বাতিল করার আদেশ জারি করা হয়েছে।

কোনো রকম দরপত্র ছাড়া বিশেষ আইনের আওতায় চলতি বছরে ৩০ মার্চে সামিট গ্রুপের সঙ্গে চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের তৃতীয় আর সামিট গ্রুপের মালিকানাধীন দ্বিতীয় টার্মিনাল নামে পরিচিত ছিল। অভিযোগ রয়েছে, সমালোচনা ও বিতর্ক উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার চড়াদামে কম্পানিটির সঙ্গে চুক্তি করেছিল।