স্বামীকে কুপিয়ে হত‍্যার পর ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

আজ ভোরে মোহাম্মদপুরের রায়েরবাজারের ক্যান্সারগলিতে এই ঘটনা ঘটে।

স্বামীকে কুপিয়ে হত‍্যার পর ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে স্বামীকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন স্ত্রী। আজ ভোরে মোহাম্মদপুরের রায়েরবাজারের ক্যান্সারগলিতে এই ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক কলহের জেরের একপর্যায়ে স্বামী শামীম মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করেন বানু বেগম (৩২)। পরে ৯৯৯-এ নিজেই ফোন করে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।