সাংবিধানিক সংকটে পাঞ্জাব!

এ রাজ্যের গভর্নর বালিঘুর রেহমান বুধবার স্থানীয় সময় ৪টার মধ্যে পার্লামেন্ট অধিবেশন আহ্বান করে মুখ্যমন্ত্রী পারভেজ এলাহিকে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন।

সাংবিধানিক সংকটে পাঞ্জাব!
সাংবিধানিক সংকটে পাঞ্জাব!

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ আবারও সাংবিধানিক সংকটে। এ রাজ্যের গভর্নর বালিঘুর রেহমান বুধবার স্থানীয় সময় ৪টার মধ্যে পার্লামেন্ট অধিবেশন আহ্বান করে মুখ্যমন্ত্রী পারভেজ এলাহিকে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন। যদি তিনি তা না করেন অথবা আস্থাভোটে হেরে যান, তাহলে মুখ্যমন্ত্রীর পদ শূণ্য হয়ে যাবে বলে জানানো হয়েছে। কিন্তু পাঞ্জাবের স্পিকার সিবতিয়ান খান গভর্নরের এ নির্দেশকে বেআইনি এবং সংবিধান বিরোধী বলে আখ্যায়িত করেছেন। তিনি এ নিয়ে দু’পৃষ্ঠার রুলিং দিয়েছেন। তাতে বলেছেন, সংবিধানের ৫৪(৩) এবং ১২৭ ধারা অনুসরণ করে এই নির্দেশ দেয়া হয়নি। তিনি বলেন, এ বছর ২৩শে অক্টোবর থেকে প্রাদেশিক পরিষদের অধিবেশন চলছে। সংবিধানের ওই দুটি ধারার অধীনে এই অধিবেশন চলছে। বর্তমান অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নতুন করে কোনো অধিবেশন আহ্বান করা সম্ভব নয়। এক্ষেত্রে তিনি মিয়া মানজুর আহমেদ ওয়াট্টু বনাম ফেডারেশন অব পাকিস্তানের মধ্যকার মামলার উল্লেখ করেন।

তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রীকে আস্থভোটে জেতার জন্য পরিষ্কারভাবে ১০টি দিন দিতে হবে। এ সময় দেয়া বাধ্যতামুলক। কিন্তু গভর্নরের নির্দেশে এ বিষয়টির উল্লেখ নেই। পক্ষান্তরে স্পিকার শুক্রবার বিকেলে প্রাদেশিক পরিষদের অধিবেশন আহ্বান করেন। এর মধ্য দিয়ে অনাস্থা প্রস্তাবের ভোট প্রক্রিয়া ও গভর্নরের নিদেশকে কার্যত হত্যা করা হয়েছে। ফলে উভয় পক্ষই যার যার অবস্থানে শক্তভাবে অনড়। ফলে প্রদেশটিতে সাংবিধানিক এক লড়াই নিঃসন্দেহে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সেখানে এমনিতেই রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। তাতে এই ঘটনা আরও উত্তেজনা ছড়াবে।  

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom